মহামেডান স্পোর্টিংয়ে ৬ বছর পরে ডাক পেলেন স্ট্রাইকার আলফাজ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১১-০৩ ১৫:৪৮:২১


মৌসুমে দল পরিবর্তন করে ৬ বছর পরে সেই চিরচেনা ক্লাব মহামেডান স্পোর্টিংয়ে ডাক পেলেন সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ। তবে খেলোয়াড় হিসেবে নয় এবার কোচ হিসেবে দেখা যাবে সাবেক এই তারকাকে।

মোহামেডানের প্রধান কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ান শন লেন। এছাড়া আরও একজন ইংলিশ সহকারীও আছেন। তাদের সঙ্গেই কাজ করবেন আলফাজ। একসময় ঐতিহ্যবাহী ক্লাবটির সাদা-কালো জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি।

মোহামেডানে খেলেছেন ৯ বছর, এরপর ‘এ’ লাইসেন্স করে সাবেক স্ট্রাইকার ২০১৪ সালে সাইফুল বারী টিটুর সহকারী হিসেবে কাজ করেন। ৬ বছর পর আবারও সাদা-কালো দলে ফিরলেন তিনি।

সানবিডিকে আলফাজ বলেছেন, ‘অনেকদিন পর প্রিয় দলে কোচিং করাতে পারবো। শন লেনকে সহায়তা করবো। তার কাছ থেকে শেখারও সুযোগ আছে। তাই মোহামেডানে ফিরেছি।’

তার মোহামেডানে ফেরার ব্যাপারে দলটির ফুটবল টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স বলেছেন, ‘আলফাজকে এবার আমরা শন লেনের সহকারী হিসেবে নিচ্ছি। আসছে মৌসুমে ও ফুটবল দলের সঙ্গেই থাকবে।’ এ মাসের মাঝামাঝি থেকে মোহামেডানের অনুশীলন শুরু হওয়ার কথা। উল্লেখ্য, করোনাভাইরাসে বাতিল হওয়া মৌসুমে উত্তর বারিধারার প্রধান কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন আলফাজ আহমেদ।

মহামেডান সমর্থক সোয়েব শামীম হোসেন বলেন, আসছে মৌসুমে দল পরিবর্তন করে সাবেক তারকা স্ট্রাইকার প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ে যোগ দিচ্ছেন। সাদা-কালো শিবিরে সহকারী কোচ হিসেবে দেখা যাবে তাকে। আমরা অত্যন্ত খুশি। অভিনন্দন এই প্রিয় মানুষটির জন্য।

সানবিডি/নাজমুল/০২:০৭/০৩.১১.২০২০