ডিসেম্বরে তেলের দাম কমাতে পারে সৌদি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৩ ১৮:১৩:৫১

এশিয়ার দেশগুলোর জন্য চলতি বছরের ডিসেম্বরে অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) কমাতে পারে সৌদি আরব। মূলত আরব লাইট গ্রেডের জ্বালানি তেলের দরপতনের কারণে ওএসপি কমানোর উদ্যোগ নিতে পারে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের সাম্প্রতিক এক জরিপভিত্তিক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
এ ব্যাপারে রয়টার্স জানিয়েছে , এশিয়ার প্রধান ছয় ক্রেতা দেশের মধ্যে অন্তত তিনটি দেশ ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে সৌদি আরবের কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ে ওএসপি ছাড়ের সুবিধা পেতে পারে। এক্ষেত্রে আরব লাইট গ্রেডে আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ১০-১২ সেন্ট ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সানবিডি/এনজে/৬:১৩/১১.০৩.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













