
সানরাইজার্স হায়দরাবাদের অবিশ্বাস্য, দুর্দান্ত। শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ উইকেটে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে ওয়ার্নারের দল। হায়দরাবাদ নিজেরেই প্লে-অফে খেলার জায়গা করে নিয়েছে শুধু তা নয়, ব্যাঙ্গালোরকে চারে নামিয়ে টুর্নামেন্ট থেকে কলকাতাকে হাতে দিয়েছে বিদায়ের টিকিট।
মঙ্গলবার (৩ নভেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১৭.১ ওভারে ১৫১ রান তুলে জয় নিশ্চিত করে হায়দরাবাদ।
ব্যাট হাতে হায়দরাবাদের দুই ওপেনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫৮ বলে ৮৫* এবং রিদ্ধিমান সাহা ৪৫ বলে ৫৮* রান করেন। ব্যাট হাতে দুর্দান্ত খেলে দুই ওপেনার জয় উপহার দিলেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন হায়দরাবাদের বোলার শাহবাজ নাদিম। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে মূল্যবান দুটি উিইকেট তুলে নেওয়ায় তাকে এ পুরস্কৃত করা হয়েছে।
অপরদিকে এ জয়ে ১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট অর্জন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে রান রেটে (০.৬০৮) এগিয়ে থেকে সমান পয়েন্ট থাকা ব্যাঙ্গালোর ও কলকাতার উপরে স্থান পেয়েছে হায়দরাবাদ। অন্যদিকে সমান ১৪ পয়েন্ট হলেও কলকাতার চেয়ে রান রেটে এগিয়ে থেকে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা পেয়েছে কোহলির ব্যাঙ্গালোর (-০.১৭২)। ফলে রান রেটে (-০.২১৪) পিছিয়ে থেকে এবারের আসর থেকে বিদায় নিয়ে হয়েছে কলকাতাকে।
প্লে-অফ নিশ্চিত করা অপর দুই দল হলো- ১৮ পয়েন্ট শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স (১.১১৮) এবং ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস (-০.১০৯)।
সানাবিড/নাজমুল/০৯.৪৪/০৪.১১.২০২০