ইপিএলের বড় ম্যাচে জয় পেল আর্সেনাল৷ ঘরের মাঠে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল তাঁরা৷ ইপিএলে দ’নম্বরে থাকা গানার্সদের হয়ে গোল দুটি করেন জিঁরু ও ওয়ালকট৷ অপরদিকে সিটির হয়ে একটি গোল শোধ করেন ইয়াইয়া তোরে৷ এই ম্যাচটি নিয়ে টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জয় পেল না ম্যানুয়েল পেলিগ্রিনির ছেলেরা৷
সোমবার প্রথমার্ধের ৩৩ মিনিটে ওয়ালকট আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন৷ জার্মান খেলোয়াড় মেসুট ওজিলের পাস থেকে গোল করেন তিনি৷ এর ঠিক কিছুক্ষণ পর ফরাসি খেলোয়াড় অলিভিয়ের জিরুঁ গানার্সদের হয়ে ব্যবধান বাড়ান৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বিপক্ষ রক্ষণের ভুলে বল পেয়ে যান সেই ওজিল৷ চলতি মরশুমে তাঁর ১৫ তম অ্যাসিস্টের পর গোল করতে কোনও ভুল করেননি জিঁরু৷ প্রথমার্ধের খেলা শেষে ২-০ গোলে এগিয়ে ছিল আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা৷ এই সময় সিটিও একাধিক সুযোগ পেয়েছিল৷ কিন্তু তা থেকে গোল করতে পারেননি আগুয়েরোরা৷
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতিআক্রমণে খেলা শুরু হলেও সিটি গোল পরিশোধ করতে পারে নি৷ উল্টোদিকে আর্সেনালও গোলসংখ্যা বাড়াতে পারেনি৷ ৬৩ মিনিটে পাঁচ ম্যাচ পর মাঠে নামা আগুয়েরোকে তুলে নেন সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি৷ এরপর ৮২ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটি তোরের দুর্দান্ত গোলে সমতায় ফেরে৷ তবে এই গোলটি পেলিগ্রিনির হার আটকানোর জন্য যথেস্ট ছিল না৷
এই ম্যাচ জিতে শীর্ষ থাকা লেস্টারের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল ওজিল-ওয়ালকটরা৷ ১৭ ম্যাচ খেলে লেস্টারের পয়েন্ট ৩৮ এবং সমসংখ্যক ম্যাচে দু’পয়েন্ট কম আর্সেনালের৷ অপরদিকে ম্যাচ হেরে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি৷
সানবিডি/ঢাকা/এসএস