রাশিয়া থেকে ২ লাখ টন গম কিনার পরিকল্পনা পাকিস্তানের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৪ ১৪:০৮:৫০

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য রাশিয়া থেকে দুই লাখ টনের মতো গম কেনার পরিকল্পনা করছে পাকিস্তান। এজন্য শিগগিরই মস্কোর সঙ্গে ইসলামাবাদ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের খাদ্য নিরাপত্তাবিষয়ক কমিশনার ইমতিয়াজ আলী গোপাং। খবর ব্লুমবার্গ।
পাকিস্তানে খাদ্যপণ্য সংকটে বাজার চাঙ্গা হতে শুরু করেছে। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য দেশটির সরকার এখন রাশিয়া থেকে সরকারি উদ্যোগে গম আমদানি করতে চায়। দেশটির ফেডারেল ক্যাবিনেট এ বিষয়ে অনুমোদন দিলে আগামী ডিসেম্বরের মধ্যেই গমের এসব চালান দেশে আসবে বলে জানিয়েছেন ইমতিয়াজ আলী গোপাং।
রাশিয়া থেকে দীর্ঘদিন পর খাদ্যশস্য আমদানি করতে যাচ্ছে পাকিস্তান। ইউএন ট্রেডের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৪ সালে দেশটি থেকে খাদ্যশস্য আমদানি করে ইসলামাবাদ। যদিও খাদ্য সংকট দূর করতে রাশিয়া ছাড়াও অন্যান্য দেশ থেকে আমদানি করতে চায় দেশটি। এর মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ১৫ লাখ টন এবং বেসরকারি পর্যায়ে আরো ১০ লাখ টনের মতো গম আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানান কমিশনার ইমতিয়াজ আলী গোপাং।
বর্তমানে খাদ্যশস্যের মধ্যে গম উৎপাদনে বিশ্বে পাকিস্তানের অবস্থান অষ্টম। তবে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতি বছরই দেশটির উল্লেখযোগ্য পরিমাণ গম আমদানি করতে হয়। চলতি বছর এরই মধ্যে দেশটি ৪ লাখ ৩০ হাজার টন গম আমদানি করেছে। তবে খাদ্যপণ্যটির কৌশলগত মজুদ বাড়ানোর জন্য চলতি বছর আরো গম আমদানি করবে তারা। বিশেষ করে ভারি বৃষ্টিপাতের কারণে দেশটিতে এবার গম উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এতে কৌশলগত মজুদের ক্ষেত্রে দেশটির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ টনে। এ অবস্থায় বেসরকারি খাতের ব্যবসায়ীরা এরই মধ্যে ১০ লাখ ৯০ হাজার টন গম আমদানির ক্রয়াদেশ দিয়ে রেখেছেন। আগামী জানুয়ারি পর্যন্ত ১৮টি ভেসেলে এসব গম পাকিস্তানে এসে পৌঁছার কথা রয়েছে।
সানবিডি/এনজে/২:১০/১১.০৪.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













