অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার নিবিড় চিকিৎসার জন্য তাকে আইসিইউতে নেওয়া হয়। অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরিয়ান বলেন, কয়েক দিন আগে থেকেই অপূর্ব ভাইয়ের জ্বর জ্বর ভাব ছিল। দু'দিন আগে করোনা পজিটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রক্তের বেশ কটি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে, যার ফলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তাদের চিকিৎসা চলছে।
সানাবিড/নাজমুল/০৩.০০/০৪.১১.২০২০