ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ড্রেস কোড!
প্রকাশ: ২০১৫-১০-০১ ১২:৪৯:১৪
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন, মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ যাতে পরীক্ষার হলে ঢুকতে না পারে, সেজন্য পরীক্ষাকেন্দ্রে ছেলেদের ফুলহাতা শার্ট ও জুতা-মোজার পড়ার ওপর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। আর মেয়েদের স্কার্ফ ও হিজাব ব্যবহারের ক্ষেত্রেও থাকবে কড়া নজরদারি।
জানা যায়, গত বছর প্রায় ২০টি প্রশ্নের সেট করেও জালিয়াতি ঠেকাতে পারেনি কর্তৃপক্ষ। এজন্য এবার পোশাকের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওহিদুজ্জামান জানান, এবার মোট দুই হাজার ৭৬০টি আসনের বিপরীতে এক লাখ ৮৫ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এই হিসেবে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৬৭ জন শিক্ষার্থী।
এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭৬০ আসনের বিপরীতে ৫৭ হাজার ৭০৩, ‘বি’ ইউনিটে ৭২০ আসনের বিপরীতে ৪০ হাজার ৬৩৪ এবং ‘সি’ ইউনিটে ৬২০ আসনের বিপরীতে ৩৪ হাজার ৬৮৮ জনের আবেদন জমা পড়েছে।
এছাড়া ‘ডি’ ইউনিটে ৫৬০ আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৩০ জন এবং ‘ই’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে দুই হাজার ১২৪ জন আবেদন করেছেন।
আগামী ৯ অক্টোবর ‘বি’, ১৬ অক্টোবর ‘সি’, ৩০ অক্টোবর ‘এ’, ৬ নভেম্বর ‘ডি’ এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা শুরু হবে বিকাল ৩টায়।
সানবিডি/ঢাকা/রাআ