প্রথম ম্যাচেই জাহানারার ভেলোসিটির ভেলকি

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৫ ১১:৫৮:১২


নারী আইপিএলে ‘ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ’ ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করলো জাহানারা আলমদের দল ভেলোসিটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বুধবার (৩ নভেম্বর) রাতে গতবারের চ্যাম্পিয়ন সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়েছে ভেলোসিটি।

নারী আইপিএল খ্যাত এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করায় সিদ্ধান্ত নেয় ভেলোসিটি। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে সুপারনোভাস। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি রেখে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তুলে জয় তুলে নেয় ভেলোসিটি।

ব্যাট হাতে মাঠে নামতে না হলেও বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার জাহানারা আলম। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে জাহানারা শিকার করেন ২টি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখা সুন লুস।

তিন দলের পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্ট সর্বমোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এবারের আসরে বাংলাদেশের দুই নারী ক্রিকেটার অংশ নিয়েছে। গত বছর খেলা জাহানারার সাথে এবার টুর্নামেন্টে ট্রেইলব্লেজার্সের হয়ে খেলছেন সালমা খাতুন।

 

সানবিডি/নাজমুল/১১:৫৮/০৫.১১.২০২০