
চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন সুপারস্টার মেসির পেনাল্টি থেকে করা গোলে ডায়নামোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। অথচ গোটা ম্যাচে বার্সেলোনার অন্তত চারটি প্রায় নিশ্চিত গোল এবং সবমিলিয়ে ১২টি জোরালো শট ঠেকিয়ে দিয়েছেন নেশেরেত।
তবে শেষপর্যন্ত বার্সার জয়টি ঠেকাতে পারেননি এ গোলরক্ষক। পুরো ম্যাচে বার্সেলোনার ২২টি শটের মধ্যে ১৪টি ছিল লক্ষ্য বরাবর। এর মধ্যে লিওনেল মেসি ও জেরার্ড পিকের একটি করে শট কোনোভাবেই জালের বাইরে রাখতে পারেননি নেশেরেত। যার সুবাদে দুই গোল পায় বার্সেলোনা। পরে ডায়নামো এক গোল শোধ করলেও জয় নিয়েই মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ঘরের মাঠে হওয়া ম্যাচটিতে পুরোপুরি দাপট দেখিয়েই খেলেছে বার্সেলোনা। প্রথম গোলও পেয়েছে ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে। ডি-বক্সের মধ্যে লিওনেল মেসিকে ফাউল করেছিলেন ডায়নামো ডিফেন্ডার ডেনিস পপোভ। যে কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
গোলের সহজ সুযোগ পেয়ে সেটি হাতছাড়া করেননি মেসি। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বার্সেলোনার পক্ষে দ্রুততম পেনাল্টি গোল করে দলকে এগিয়ে দেন। চলতি মৌসুমে এখনও পর্যন্ত তিনটি গোল করেছেন মেসি। তিনটিই পেনাল্টি থেকে। তবে ম্যাচের বাকি সময় দারুণ খেলেছেন তিনি। কিন্তু পাননি গোলের দেখা।
এ জয়ের ফলে শেষ ষোলতে যাওয়ার রাস্তা আরও পরিষ্কার হলো বার্সেলোনা। জি গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রয়েছে তারা। পরের তিন ম্যাচ থেকে আর মাত্র ২ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে তাদের। একই গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
সানবিডি/এনজে/৪:২৬/১১.৫.২০২০