যশ চোপড়া স্মৃতি পুরস্কার জিতছেন রেখা
প্রকাশ: ২০১৫-১২-২২ ১৩:৩৪:০২

বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে মনে করা হয় তাকে। ১৯৭০ সালে শাওন ভাদো নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। ৪০ বছরের অভিনয় জীবনে তিনি ১৮০টির উপরে চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিন তিনবার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার। উমরাহ জান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন।তিনি রেখা। ভানুরেখা গণেশন। কেউ কেউ তাকে রেখাজি বলেও ডাকেন।
এ বার যশ চোপড়া স্মৃতি পুরস্কারে সম্মানিত হচ্ছেন তিনি। অভিনয় প্রতিভা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদানের জন্যই এই পুরস্কার দেওয়া হচ্ছে এই চির যৌবনা অভিনেত্রীকে।
২০১২-এ প্রবাদপ্রতিম প্রযোজক তথা পরিচালক যশ চোপড়ার মৃত্যুর পর তার স্মরণে এই পুরস্কার দেওয়া শুরু করে টিএসআর ফাউন্ডেশন। প্রতি বছরই বিখ্যাত মানুষদের এই সম্মান দেয় ওই সংগঠন। পুরস্কার হিসেবে তারা পান স্বর্ণের মেডেল এবং ১০ লাখ টাকা।
হেমা মালিনী, জয়া প্রদা, সিমি গারেওয়াল, বনি কাপুর, পাম চোপড়ার জুড়ি বোর্ড এ বছর এই পুরস্কারের জন্য রেখাকেই বেছে নিয়েছেন। প্রসঙ্গত, এর আগে দুই বছর এই পুরস্কার জিতেছেন লতা মঙ্গেশকর ও অমিতাভ বচ্চনকে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













