সালমাদের হাল ধরতেই পারলেন না জাহানারারা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১১-০৫ ১৮:৫২:৫২

প্রথম ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রীতিমত উড়ে গেছে জাহানারা আলমদের দল ভেলোসিটি। উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে স্বদেশি জাহানারাদের গুঁড়িয়ে ৯ উইকেটের জয় পেয়েছে সালমা খাতুনদের ট্রেইলব্লেজার্স।
শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আগের ম্যাচে সুপারনোভাসকে ৫ উইকেটে হারানো ভেলোসিটি। ব্যাটিংয়ে নেমে ট্রেইলব্লেজার্স বোলারদের বোলিং টোপে ২৯ বল আগেই ৪৭ রানে অলআউট হয়ে যান জাহানারারা।
ব্যাটিংয়ে সবার শেষে নেমে তেমন কিছুই করতে পারেননি আগের ম্যাচে ২ উইকেট পাওয়া জাহানারা। ৫ বল খেলে করেছেন মাত্র ১ রান।
ট্রেইলব্লেজার্সের হয়ে সবশেষে বল হাতে পেয়েছেন সালমা খাতুন। তার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেলোসিটি। ২ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ৪ রান দিয়েছেন সালমা।
জবাব দিতে নেমে ৪৭ বলেই খেলা শেষ করেছে ট্রেইলব্লেজার্স, বল হাতে নেয়ার সুযোগই পাননি জাহানারা। বল না করলেও প্রতিপক্ষের একমাত্র উইকেট পতনে আছে তার প্রত্যক্ষ অবদান। নিউজিল্যান্ডের অফস্পিনার লেই ক্যাসপেরেকের বলে স্মৃতি মান্দানার ক্যাচটি নিয়েছেন বাংলাদেশি পেসার।
সানবিডি/নাজমুল/০৬:৫১/০৫.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












