শেষ পর্যন্ত দল পেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের দল করাচি কিংসে ঠাই পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তবে নির্ধারিত গোল্ডেন ক্যাটাগরিতে সোমবার ড্রাফটে অবিক্রিত ছিলেন মুশফিক। মঙ্গলবার সিলভার ক্যাটাগরিতে অর্ধেক দাম ২৫ হাজার ডলারে (প্রায় ২০ লাখ টাকা) করাচিতে দলভুক্ত হন তিনি। গোল্ডেন ক্যাটাগরিতে সোমবার মুশফিক ছাড়াও অবিক্রিত ছিলেন সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস।
প্রথম দিনের ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটার দল পান। প্লাটিনাম ক্যাটাগরিতে কোটি টাকার বেশি মূল্যে করাচি দলে নেয় সাকিবকে। আর গোল্ডেন ক্যাটাগরিতে তামিম ইকবাল পেশোয়ার জালমি ও মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করে লাহোর কালান্ডার্স।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে আগামী বছর ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। যা ২৩ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে। বিপিএলের মতো প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতেই হচ্ছে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া।
সানবিডি/ঢাকা/এসএস