মাঝরাতে দেশে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১১-০৬ ১১:৪৭:৩২

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাত দুইটার দিকে সাকিবকে বহনকারী কাতার এয়ার ওয়েজের বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে আইসিসির দেয়া শাস্তি গেলো সপ্তাহে শেষ হলে দেশে ফিরে আসেন তিনি। দীর্ঘ বিরতির পর গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা।
নিষিদ্ধ হলেও ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন ঢাকায় পা দিয়ে জানালে, সময় এসেছে আস্থার প্রতিদান দেয়ার।
তিনি বলেন, ‘এখন আমার সবচেয়ে বড় কাজ হলো সবার ভালোবাসা এবং আস্থার প্রতিদান দেয়া।’
দীর্ঘ বিরতির পরও এখনও ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরেই রয়েছেন সাকিব।
‘চেষ্টা থাকবে প্রতিদিন যেন উন্নতি করতে পারি। নিজের জায়গা থেকে নিজের সেরা পারফরম্যান্সটাকে যেন ছাড়িয়ে যেতে পারি সেই চেষ্টাই থাকবে।’ যোগ করেন নম্বর ওয়ান অল রাউন্ডার।
সানবিডি/নাজমুল/১১:৩৯/০৬.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












