ঘর ভাঙ্গার খবরকে মিথ্যা প্রমাণ করে দিয়ে প্রবাসে রীতিমত সংসার করছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান।বেশ ক’বছর ধরেই আমেরিকায় থিতু হয়েছেন তিনি। স্বামী আর ছেলেকে নিয়ে সেখানেই সংসার পেতেছেন। ছেলের স্কুলের ছুটি ছাটায় মাঝে মাঝে দেশে আসেন তিনি। থাকেন না খুব একটা। দু’ একমাস থেকেই আবার উড়াল দেন। তবে যতোটা সময় থাকের কাজের উপরেই থাকেন।
দীর্ঘ তিনমাস সংসার যাপনের পর গত সপ্তাহেই দেশে এসেছেন তিনি। যাওয়ার আগে ঝড় সামলেছেন মিডিয়ার। গুজব উঠেছিল ঘর ভাঙছে রিচির। কিন্তু তা মিথ্যে প্রমাণ করে দিয়ে টানা তিনমাস সংসার করে এলেন।
তবে ফিরেই বিশ্রাম বাদ দিয়ে সোজা নেমে পড়েছেন শুটিংয়ে। চয়নিকা চৌধুরীর ‘বাহিরে ভিতরে’, সাগর জাহানের ‘মিলার বারান্দা’সহ চারটির মতো নাটকে কাজ করে ফেলেছেন। হাতে আছে আরো কয়েকটি কাজ। আগামীকাল কাজী শাহেদুল ইসলামের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘একটি বাবুই পাখির বাসা’ নাটকে অভিনয় করবেন তিনি।
জানা যায়, হাতের কাজগুলো শেষ করেই ফের উড়াল দেবেন আমেরিকায়। শেষবার এসেছিলেন গত ঈদে। সেবার মাহমুদ দিদারের ‘ইটস মাই লাইফ’সহ বেশকিছু নাটকে কাজ করেছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস