সিরাজগঞ্জের সাবেক কৃতি ফুটবলার বাবলা আর নেই
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১১-০৬ ২১:০১:১৮

সিরাজগঞ্জের সাবেক কৃতি ফুটবলার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ- সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবলা (৫৫) মারা গেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার ৬ নভেম্বর বিকেলে রহমতগঞ্জ সুতাকল খেলার মাঠে এক ফাইনাল খেলায় সাবেক খেলোয়াড় হিসেবে খেলার সময় স্ট্রোক করেন পরে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার ৭ নভেম্বর সকাল ১০টায় রহমতগঞ্জ সুতাকল মাঠে তার জানাজা ও রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্যসম্পন্ন করা হবে।
তিনি ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শেষ জীবন পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ছোনগাছা শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ , জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন ও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড় বৃন্দ।
সানবিডি/নাজমুল/০৭:১৯/০৬.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












