
বিশ্বজুড়ে ছোবল হানা মহামারি করোনার প্রকোপে ক্লাব আর্থিক সংকটে থাকায় বার্সেলোনার বেশ কিছু ফুটবলার বেতন কম নিতে রাজি হয়েছেন। কিন্তু লিওনেল মেসি-জেরার্ড পিকেরা বেতন কম নিতে নারাজ। ওদিকে সংবাদ মাধ্যমের খবর- বেতন কম না নিলে জানুয়ারিতেই দেওলিয়া হয়ে যাবে বার্সা।
ক্লাবের এই সংকটের মুহূর্তে বেতন কম নেওয়ার জন্য মেসিকে একপ্রকার 'হুমকিই' দিয়েছেন নতুন প্রেসিডেন্ট প্রার্থী টনি ফ্রেক্সা। বার্তামেউ বার্সার প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ায় মেসির ক্যাম্প ন্যুতেই থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। কিন্তু ফ্রেক্সা জানিয়েছেন, বার্সায় নতুন চুক্তি পেতে হলে মেসিসহ অন্যদের বেতন কম নিতেই হবে।
চলতি মৌসুম শুরুর আগে ক্লাব ছাড়তে মুখিয়ে ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। কিন্তু বার্তামেউ তাকে ক্লাব ছাড়তে দেননি রিলিজ ক্লজের খড়গ ঝুলিয়ে। তবে আগামী মৌসুমে ফ্রিতে অন্য ক্লাবে যাওয়ার সব সুযোগ আছে মেসির সামনে। তাকে দলে নিতে মুখিয়ে আছে ম্যানসিটি। পিএসজি, ইন্টার মিলানও নিশ্চয় ফ্রিতে মেসিকে পাওয়ার লড়াইয়ে নামবে।
সানবিডি/এনজে/৪:২১/১১.৭.২০২০