১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কাজ চলছে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৭ ২১:৪৪:৪৫

দেশের নাব্যতা হারানো নদ-নদীগুলোর দশ হাজার কিলোমিটার নৌপথ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিন বলেন, নদী ব্যবস্থাপনাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে সরকার।
আজ শনিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) আয়োজিত ‘নদী, নৌপথ ও পর্যটন খাতের বিকাশে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘নদী খননের জন্য হোপার ড্রেজারসহ আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। নৌপথের নাব্যতা বজায় রাখতে সারাবছর বড় ধরণের ও সংরক্ষণ (ক্যাপিটাল ও মেইন্টেনেন্স) ড্রেজিং করা হচ্ছে।
সানবিডি/এনজে/৯:৪৩/১১.৭.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













