কৃষিতে লক্ষ্যমাত্রার মাত্র ৯ শতাংশ ঋণ বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ১৫:০৩:৩৪

ফেনীতে কৃষি খাতে লক্ষ্যমাত্রার মাত্র ৯ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। এই সময় বকেয়া ঋণ আদায় করা হয়েছে ৭ শতাংশ। এর মধ্যে ফেনীর বেসরকারি খাতের ১৪টি ব্যাংক কৃষি খাতে কোনও ঋণই দেয়নি। জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির সদস্য সচিব ও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিজিএম বশির আহমেদ এই তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, ‘কৃষি খাতে ঋণ বিতরণের অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। অর্থবছরের শুরু থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ৩৯টি শাখা থেকে সব মিলিয়ে ২৫৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকলেও ঋণ বিতরণ করা হয়েছে মাত্র ২৩ কোটি ৪৬ লাখ টাকা। এতে লক্ষ্যমাত্রা অনুযায়ী বিতরণ হয়েছে ৯.১৯ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ৭টি ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংক ও বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। আদায় করেছে ৭ শতাংশ।’
তিনি জানান, ফেনীর বেসরকারি খাতের ১৪টি ব্যাংক কৃষি খাতে কোনও ঋণ দেয়নি। ব্যাংকগুলো হচ্ছে—মেঘনা ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, মধুমতি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক ও যমুনা ব্যাংক।
সানবিডি/এনজে/৩:০৩/১১.০৮.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













