ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামী বছর থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার ৮ নভেম্বর সকালে ঢাবির ডিনস কমিটির এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিনস কমিটির বৈঠকে আগামী শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না নেয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামনের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়টি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত হবে।
অন্যান্য ইউনিটে বিদ্যমান সিট বাড়বে কিনা এ বিষয়ে কোনো কিছু জানায়নি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা আরও পর্যবেক্ষণ করবেন বলে জানান তিনি।
সানবিডি/নাজমুল/০৪:২৯/০৮/১১/২০২০