
করোনা মহামারির পর হিমালয়ের দেশটির বিপক্ষে ম্যাচ দিয়ে ভাঙবে দেশের ফুটবলের দীর্ঘদিনের অচলায়তন। এই ম্যাচে দর্শকদের জন্যেও রয়েছে সুখবর। তারা মাঠে বসেই দেখতে পারবেন জামাল ভুঁইয়াদের খেলা। করোনাকালে এটা নিঃসন্দেহে দর্শকদের জন্য সুখবর।
দর্শকরা মাঠে বসেই খেলা দেখতে পারবেন বলে জানিয়েছেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, ৮ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। টিকিটের দাম ভিআইপি ৫০০ ও সর্বনিম্ন সাধারণ গ্যালারির জন্য ১০০ টাকা। এই দুই ক্যাটাগরির টিকিট ছাড়বে বাফুফে।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দুটিকে কেন্দ্র করে জোর প্রস্তুতি নিচ্ছে ফুটবল দল। নেপালও গত ৫ নভেম্বর ঢাকায় এসেছে।
সানবিডি/নাজমুল/০৫:/০৯/১১/২০২০