লুজারের শীর্ষে রহিমা ফুড
প্রকাশ: ২০১৫-১২-২২ ১৯:০৬:৫৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে রহিমা ফুড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ২ টাকা ৬ পয়সা বা ৫ দশমিক ৮৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৪২ টাকা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৭৩ বারে ১৭ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন হয়।
লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ৮ পয়সা বা ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি এদিন সর্বশেষ লেনদেন হয় ১৬ টাকা ৭০ পয়সা দরে। আজ ২৭ বারে কোম্পানির ৫৬ হাজার ৯৭৭টি শেয়ার লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস কোম্পানি লিমিটেড ৪ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ২৯ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা অয়েল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ফুডস, বিচ হ্যাচারি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













