পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ আটক ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-০৯ ১১:৩৫:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। রোববার সকালে তাদের অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনির এলাকা থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, শংকর কাশিনাথ দেশমুখের ছেলে বিলাস শংকর দেশমুখ, শমভাজি ভিমরাও মুহিতের ছেলে বাসন্ত শমভাজি মুহিত ও আহমদ বাবালাল মুলানীর ছেলে জাভেদ আহমদ মুলানী। তারা সবাই ভারতের মহারাষ্ট্র প্রদেশের শাংলী জেলার বাসিন্দা।
রোববার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর সংলগ্ন টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে ওই তিন জনকে অবস্থান করতে দেখে র্যাব সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহ মনে হয়।
এ সময় তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে জানান। কিন্তু তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না। সেজন্য তাদের আটক করে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সানবিডি/নাজমুল/১১:৩৫/০৯/১১/২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












