
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সামনে রেখে সোমবার সকালে ফিটনেস টেস্ট দিতে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা এসেছিলেন সাকিব আল হাসান। কিন্তু এদিন তিনি ফিটনেস টেস্ট দেননি।
সব ঠিক থাকলে আগামী বুধবার ফিটনেস টেস্ট নেয়া হবে তাঁর। ৯ নভেম্বর (সোমবার) সাংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার।
বিসিবি'র ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনের এই ফিটনেস টেস্টে সাকিবসহ অংশ নিচ্ছেন ১১৩ ক্রিকেটার। মঙ্গলবার ফিটনেস টেস্টের দ্বিতীয় ও শেষ দিন।
সানবিডি/নাজমুল/০১:২১/০৯/১১/২০২০