ফিটনেস টেস্টে পাশ করলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৯ ১৪:৪৬:০৩


বিসিবি’র তত্বাবধানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উপলক্ষে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেয়া হচ্ছে। ফিটনেস টেস্টের প্রথম দিনেই বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ইসলাম।

বিসিবির এ ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হলে ফেটনেস টেস্টে যেখানে কমপক্ষে ১১ পেতে হবে সেখানে আশরাফুল ১১.৪ পেয়েছেন। তবে এতে আশরাফুল নিজে সন্তুষ্ট নন, তার মতে এটা আরও ভালো হওয়ার দরকার ছিল।

সোমবার (৯ নভেম্বর) মিরপুরের ইনডোর স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেওয়ার পর আশরাফুল এসব তথ্য জানান। তিনি বলেন, আরেকটু বেটার হলে ভালো হতো।

জাতীয় দল বা অন্যদের জন্য বিসিবির নিয়ন্ত্রণে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকলে ফাস্ট ক্লাস ক্রিকেটারদের জন্য তেমন সুযোগ নেই উল্লেখ করে সাবেক এ অধিনায়ক বলেন, ‘আসলে যারা ঢাকার মাঝে ছিলাম আমরা একটু আনলাকি। কারণ, আমাদের অফ সিজনের ফেসেলিটিসটা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করতে হয়। আমাদের (বিসিবির) একটাই ইনডোর। সেখানে ন্যাশনাল টিম, এইচপি, নারী টিম, অনূর্ধ্ব-১৯ সবাই প্র্যাক্টিস করে থাকে। কিন্তু আমরা যারা ফাস্ট ক্লাস ক্রিকেটার, যারা উঠতি ক্রিকেটার তাদের জন্য কিন্তু ওই সুযোগ-সুবিধা কম। তো, এটা আমরা ইন্ডিভিজুয়ালি করে থাকি।’

মোহাম্মদ আশরাফুল ছাড়াও বিসিবির ফিটনেস টেস্টে ১১৩ জনের মাঝে প্রথম দিন সোমবার (৯ নভেম্বর) ৮০ জন খেলোয়াড় অংশ নেওয়ার কথা ছিল। তার মধ্যে সাকিব আল হাসান প্রথম দিন তার ফিটনেস টেস্ট দেননি। জানা গেছে, আগামী বুধবার তিনি ফিটনেস টেস্ট দেবেন।

সানবিডি/নাজমুল/০২:৪৫/০৯/১১/২০২০