
সমালোচকদের মুখে একটি কথা প্রায় শুনতে পাওয়া যায় স্প্যানিশ লা লিগায় বাড়তি সুবিধা পেয়ে থেকে রিয়াল মাদ্রিদ, হারতে থাকা ম্যাচের শেষদিকে পেনাল্টি দিয়ে তাদেরকে জিতিয়ে দেয়া হয়। তবে রোববার রাতের ম্যাচ যারা দেখেছেন, তাদের সামনে আর এমনটা বলার কোনো সুযোগই থাকছে না।
এই ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার কাছে তিন-তিনটি পেনাল্টি গোল হজম করতে হয়েছে রিয়ালকে। সঙ্গে আবার যোগ হয়েছে একটি আত্মঘাতী গোল। সবমিলিয়ে এক হালি গোল হজম করে বিপর্যস্ত অবস্থায় বার্নাব্যুতে ফিরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে একটি গোল করেছেন ফরোয়ার্ড করিম বেনজেমা।
এ পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে রিয়াল। এখনও পর্যন্ত ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। বড় জয় পেলেও ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ভ্যালেন্সিয়া। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ৯ ম্যাচে ২০ পয়েন্ট।
সানবিডি/এনজে/৩:০৩/১১.০৯.২০২০