জেরি ভিক্টর (৩২) নামের এক বিদেশি নাগরিককে মারধর করে তার সঙ্গে থাকা অর্থ ও ভিসা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাতে ওই মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। জেরি ভিক্টর পেরুর লিমা শহরের বাসিন্দা।
বরিশাল সাহেবের হাট (বন্দর) থানার উপপরিদর্শক সাহসাব সংবাদিকদের বলেন, জেরি ভিক্টর ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে আসেন। কে বা কারা তাকে ভুল পথে নদীর ওপার চরকাউয়া এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায় তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগ, অর্থ ও পাসপোর্ট-ভিসার কাগজপত্র নিয়ে যায়। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন জেরিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিসিন ইউনিট-৩ এর সহকারী রেজিস্ট্রার ডা. শামিম আহম্মেদ জানান, জেরি ভিক্টরকে প্রচুর মারধর করা হয়েছে। ভর্তির সময় তিনি অচেতন ছিলেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
জেরির বরাত দিয়ে ডা. শামীম জানান, ১৯ দিন আগে পর্যটক ভিসায় ভারত হয়ে বাংলাদেশে আসেন জেরি। বরিশালের শর্শি গ্রামের বিপ্লব নামের এক যুবকের নিমন্ত্রণেই জেরি এ দেশে আসেন।
সানবিডি/ঢাকা/রাআ