সকাল নয়টার মধ্যেই ভোট শেষ হবে: এরশাদ

আপডেট: ২০১৫-১২-২২ ২১:১৯:২০


ers_95618পৌরসভা নির্বাচনে কারচুপির আশঙ্কা করে  জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সিটি করপোরেশনের মতো সকাল নয়টার মধ্যে  ভোটগ্রহণ শেষ হয়ে যাবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  এ আশঙ্কার কথা জানান তিনি।

পৌর নির্বাচনকে আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে উল্লেখ করে এরশাদ  বলেন, অবস্থা দেথে মনে হচ্ছে আওয়ামী লীগ এই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। এই নির্বাচন সিটি করপোরেশন নির্বাচনের মতো হবে। সিটি করপোরেশন নির্বাচনের ভোট যেভাবে সকাল নয়টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, এই নির্বাচনও তেমন হবে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “সিইসির মেরুদণ্ড নেই। মন্ত্রি-এমপিদের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে প্রমাণ করেছেন, সাংববিধানিক দায়িত্ব পালনে তিনি ব্যর্থ। এর মাধ্যমে তিনি আরও প্রমাণ করেছেন, তিনি কেবল প্রজাতন্ত্রের চাকরি করছেন, সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না।” নির্বাচন কমিশন (ইসি) প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়ার আর সম্ভাবনা  নেই বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

এরশাদ অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনে তার দল থেকে দেড় শর  বেশি প্রার্থী দেয়া হলেও অর্ধেকের বেশি প্রার্থী ভয়ে বসে গেছেন। ভয়  দেখিয়ে প্রার্থীদের বসিয়ে দেয়া হয়েছে।  জনগণ না মানলেও দেশ ঠিকই চলবে। কারও কথা বলার অধিকার নেই।

বুদ্ধিজীবী ও গণমাধ্যমের সমালোচনা করে এরশাদ বলেন, “এখন বুদ্ধিজীবীরাও চুপ। তারা কথা বলেন না কেন? পত্রিকা কিছু লেখে না। তারাও ভয়ে নিশ্চুপ।” নব্বইয়ের গণ-আন্দোলনে দায়িত্ব হস্তান্তরে বিষয়ে এরশাদ বলেন, “আমাকে বলা হয়েছিল, ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন। আমি নির্বচন দিয়েছিলাম। এখন কি প্রধানমন্ত্রীকে কেউ এই কথা বলতে পারবে?”

সরকারের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, “একবার সুষ্ঠু নির্বাচন দেন, দেখেন কী হয়!  আমরা তো শুধু গণতন্ত্র রক্ষায় নির্বাচনে অংশ নিয়েছিলাম।

বক্তব্য শেষে এরশাদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল আলম রুবেলের নাম ঘোষণা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা।  এতে বক্তব্য দেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ