পিএসএল খেলতে করাচি যাচ্ছেন তামিম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১০ ১১:৪৫:২৭


করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ ধাপে খেলতে মঙ্গলবার করাচি যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে খেলবেন টাইগার ওপেনার।

ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দিয়েছে।

করোনার কারণে ফেব্রুয়ারিতে শুরু হওয়া পিএসএল মার্চে এসে স্থগিত হয়ে যায়। ক্রিকেটের দুয়ার খোলায় পাকিস্তান আগামী ১৪ নভেম্বর থেকে আবার শুরু করতে যাচ্ছে প্লে অফের বাকি থাকা ম্যাচগুলো।

সানবিডি/এনজে/১১:৪৪/১১.১০.২০২০