তিন ব্যাংক থেকে অর্থ নিতে পারবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-১০ ১৫:৪১:১৯

একটি নয় তিনটি ব্যাংক থেকে ঋণ নেয়ার সুযোগ পেয়েছে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা এনজিওগুলো। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অনধিক তিনটি ব্যাংক থেকে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে অর্থায়ন সুবিধা গ্রহণকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমার মধ্যে ঋণ গ্রহণ নিশ্চিতকল্পে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রথম এবং ক্ষেত্রমতে প্রথম ও দ্বিতীয় ব্যাংকের নিকট থেকে গৃহীত ঋণ তথ্য সম্বলিত একটি ঘোষণাপত্র সর্বশেষ অর্থায়নকারী ব্যাংকের নিকট দাখিল করতে হবে।’ এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য গঠিত তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি বাড়াতে নতুন করে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













