মোহাম্মদপুরে আগুনে পুড়ল ৩০ বস্তিঘর
আপডেট: ২০১৫-১২-২৩ ১৩:৫১:৫২

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে আগুন লেগে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন সরকার বলেন, রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনে বস্তির প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, কোনো একটি ঘরে আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













