পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। আজ ২৩ ডিসেম্বর বুধবার থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
প্রসঙ্গত, দেশবন্ধু পলিমার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরাটাই নগদ লভ্যাংশ।
কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৬০ পয়সা। কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।