ফিটনেস পরীক্ষাতেও সর্বচ্চ স্কোর সাকিবের
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১১ ১২:৪৬:৩২

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনার তুষার কান্তি হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সাকিবের বিপ টেস্টে প্রাপ্ত স্কোর জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, এক বছর পর ফিরে আসা সাকিব ১৩.৭ পয়েন্ট তুলেছেন, যা তিনদিন ধরে চলমান ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর।
গত সোমবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটার ও হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটারসহ মোট ১১৩ জন ক্রিকেটারকে এই ফিটনেস টেস্টে রাখা হয়।
সানবিডি/নাজমুল/১২:৪৬/১১.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












