
বিশ্বকাপ বাছাইয়ে গত বছর ঢাকায় অনুষ্ঠিত কাতারের সঙ্গে ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ খেলতে চেয়েছিল কাতার। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচ আয়োজনে ফিফার অনুমোদন প্রয়োজন ছিল। অবশেষে সেটাও মিলে গেছে। বাংলাদেশ-কাতারের এই ম্যাচ হবে আগামী ৪ ডিসেম্বর। বুধবার এমন তথ্য জানানো হয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটে।
অবশ্য তার আগেই আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলছে জামাল-জীবনরা। সেটি খেলেই ১৯ নভেম্বর কাতার যাওয়ার কথা জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটির। সেখানে তাদের দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা। তার পর ৪ ডিসেম্বর হবে ফিফার এই ম্যাচ।
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে গ্রুপে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে তাদের এক পয়েন্ট। কাতারের ৫ ম্যাচে অর্জন ১৩, ওমানের ১২ পয়েন্ট। আফগানিস্তান ৪ পয়েন্ট পেলেও ভারতের অর্জন ৩।
সানবিডি/এনজে/৫:৫০/১১.১০.২০২০