শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
র্যাব-পুলিশের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত
প্রকাশিত - ডিসেম্বর ২৩, ২০১৫ ১১:৫৯ এএম
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় র্যাব-৬ ও ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু নয়ন বাহিনীর প্রধান ছগির ভান্ডারী নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বনদস্যু নয়ন বাহিনী জেলেদের অপহরণ ও তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল।
এ কারণে র্যাব-৬ ও বাগেরহাট ডিবি পুলিশ বুধবার ভোরে ওই এলাকায় যৌথ অভিযান চালায়। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে যৌথবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে।
ওসি বলেন, প্রায় আধা ঘণ্টা ‘বন্দুকযুদ্ধের’ পর বনদস্যুরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে এক বনদস্যুর লাশ পড়ে থাকে। এ সময় স্থানীয় জেলেরা এটি বনদস্যু নয়ন বাহিনীর প্রধান ছগিরের লাশ বলে সনাক্ত করে।
ওসি শাহআলম আরো জানান, ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত বনদস্যু ছগিরের বিরুদ্ধে
শরণখোলা ও পাথরঘাটা থানায় ৭টি মামলা রয়েছে। সে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা ।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.