ঢাকায় পৌঁছেছেন জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: ২০১৫-০৯-২১ ১৬:২৯:৩৪


USAবাংলাদেশ সফরে এসেছেন জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার ও লরাঁ ফ্যাবিউস। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে খোঁজ খবর নিতে ইউরোপীয় ইউনিয়নের দুই শক্তিশালী দেশের এই পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় এসেছে।

সোমবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। বলা হচ্ছে এটি একটি ‘ঐতিহাসিক’ যৌথ সফর।

সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি সাভারে যাবেন জার্মান ও ফরাসি মন্ত্রী। সেখানে বংশী ঘুরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পর্যবেক্ষণ করবেন।