চট্টগ্রামে প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৫-১২-২৩ ১২:২১:২৯


Hasina.PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বাংলাদেশ নেভাল একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কুচকাওয়াজে সালাম গ্রহণ ও বক্তব্য প্রদান ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত চিটাগং ড্রাইডক ইয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) লুৎফুর রহমান রাইজিংবিডিকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেভাল একাডেমিতে একাডেমির (বিএনএ) প্রশিক্ষণার্থী ক্যাডেটদের কুচকাওয়াজ প্রত্যক্ষ এবং সালাম গ্রহণ এবং চৌকস ক্যাডেটদের সনদ প্রদান করবেন।

পরে তিনি ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য রাখবেন। নেভাল একাডেমির অনুষ্ঠান শেষে দুপুরের পর প্রধানমন্ত্রী সড়কপথে পার্শ্ববর্তী চিটাগং ড্রাইডক ইয়ার্ডে যাবেন। সেখানে শিল্প মন্ত্রণালয়ে অধীনে পরিচালিত এই ডক ইয়ার্ডটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন । চিটাগাং ড্রাইডক ইয়ার্ড থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।

সানবিডি/ঢাকা/এসএস