

চাঁদপুর সদর উপজেলার কানুদী ঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র সজিব আহম্মেদ শ্যামলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০টায় নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ও সঙ্গীয় ফোর্স লঞ্চঘাট মেঘনা পাড় থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় ওই ছাত্রের লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত করা হয়নি। লাশটি পরিবারের লোকজন ঢাকা মুগদায় নিজ বাড়িতে নিয়ে যাবে।
উল্লেখ্য, বুধবার সকাল ৭টায় কানুদী লঞ্চঘাটে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে চলাচালকারী এমএল হেদায়েত লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকা উল্টে নিখোঁজ হয় শ্যামল। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর দমকল বাহিনীর ডুবুরি ও ঢাকা থেকে আসা বিআইডাব্লিউটিএর ডুবুরিরা দুই দফায় চেষ্টা চালিয়ে শ্যামলকে উদ্ধার করতে পারেনি।
সানবিডি/ঢাকা/রাআ