শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্র থেকে ১০০ ড্রোন কিনছে ভারত
প্রকাশিত - ডিসেম্বর ২৩, ২০১৫ ১২:৫৫ পিএম
যুক্তরাষ্ট্র থেকে অন্তত একশ'টি সর্বাধুনিক চালকবিহীন বিমান- ড্রোন কিনতে যাচ্ছে ভারত। এসব ড্রোনের কয়েকটি নজরদারি ড্রোন। এসব মার্কিন ড্রোনের নাম 'প্রেডেটার-এক্সপি' বা 'রিমোটলি পাইলটেড এয়ারক্র্যাফ্ট (আরপিএ)'।
বাকিগুলো একেবারেই যুদ্ধের জন্য। এগুলোর নাম 'অ্যাভেঞ্জার'। আমেরিকার কাছ থেকে এসব সর্বাধুনিক ড্রোন কেনার জন্য ভারতের খরচ হচ্ছে দুইশ' কোটি মার্কিন ডলার।
ইতালির বাধায় ভারত এখনো 'মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম'র সদস্য হতে না পারায় ভারতকে সর্বাধুনিক এসব মার্কিন ড্রোন হস্তান্তরে কিছুটা দেরি হতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন।
যদিও ভারত ও আমেরিকা দুই দেশেরই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের হাতে এসব সর্বাধুনিক মার্কিন ড্রোন পৌঁছে যাবে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.