৭০ সালের ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা যায়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১২ ১৫:৩১:৩৪


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাঙালিদের প্রতি পাকিস্তানি শাসকদের অবহেলার কারণে ‘৭০ এর ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা যায়। পাকিস্তানিরা ঘূর্ণিঝড়ের আগাম কোনো তথ্য দেয়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে দুর্যোগ ঝুঁকিহ্রাসে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ( সিপিপি) স্বেচ্ছাসেবা-শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সিপিপির পরিচালক আহমাদুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন এবং সিপিপির প্রথম পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান বক্তব্য রাখেন।

সানবিডি/নাজমুল/০৩:৩১/১২.১১.২০২০