খাগড়াছড়ির দুই পৌরসভায় সেনা মোতায়ন চায় ওয়াদুদ ভুইয়া

প্রকাশ: ২০১৫-১২-২৩ ১৭:১৯:১৪


Wadudলেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর আহবান জানিয়ে খাগড়াছড়িতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে খাগড়াছড়ির দুই পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবী করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

তিনি বুধবার সকাল ১১টার দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি গতকাল মঙ্গলবার মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামনগরে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম (রঙ মিয়া) হত্যাকান্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান।

মাটিরাঙা উপজেলা কৃষকদলের নেতা নজরুল ইসলামকে হত্যা এবং পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি শীর্ষক সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেণ, পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত জেনে কেন্দ্র দখলের পরিকল্পনা করছে স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল আলম ও আওয়ামী লীগ প্রার্থী মো: শামসুল হক। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের সহযোগিতা এবং নির্বাচন পরবর্তী তিনদিন পর্যন্ত খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌর এলাকায় সার্বক্ষনিক সেনা মোতায়ন দাবী করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি’র জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া‘র মতো জনপ্রিয় নেতার উপস্থিতির কারণে আদালত সড়ক, ভাঙ্গাব্রীজ এলাকাসহ জেলা শহরের গুরুত্বপুর্ণ স্থানে পুলিশী টহল বৃদ্ধি করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

সানবিডি/ঢাকা/এএসএস/এসএস