সিরাজগঞ্জের হাটিকুমরুলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-১৩ ১৫:৩৯:১৯


সিরাজগঞ্জের হাটিকুমরুলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার উদ্দেশেই ‘সিরাজগঞ্জ রানার্স’ শুক্রবার সকালে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাটি ১০ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুর বাজার থেকে দৌড় শুরু করেন। হাটিকুমরুল থেকে সলঙ্গা থানা সদর ডাক বাংলো থেকে ঘুরে এসে হাটিকুমরুল বাজার পর্যন্ত তাদের নির্ধারিত ১০ কিলোমিটার শেষ করেন। এতে ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, সিলেটসহ সারাদেশ থেকে ১২৩জন দৌড়বিদ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয়েছে মোঃ আসিফ হোসেন, দ্বিতীয় ইলাহি এবং , তৃতীয় হয়েছেন আলামিন হোসেন।

দৌড় প্রতিযোগিতায় নারী বিভাগের প্রথম হয়েছেন হামিদ আক্তার, দ্বিতীয় হয়েছেন নারগিস জাহান ওহাব এবং তৃতীয় হয়েছেন মিথিলা।

অনুষ্ঠানটির প্রধান অতিথি থেকে পুরুস্কার বিতরন করেন,সোয়ান গ্রুপের চেয়াম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খবির উদ্দিন খান।

সানবিডি/নাজমুল/০৩:৩৮/১৩.১১.২০২০