টানবাজারে বাড়তির দিকে সুতার দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৪ ১৫:০১:১৫


মহামারি করোকালীন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া নারায়ণগঞ্জের টানবাজারে বাড়তে শুরু করেছে সুতার দাম। এ ধারাবাহিকতায় ১০ দিনের ব্যবধানে এখানে কাউন্টভেদে সুতার দাম ৭-১০ টাকা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একদিকে আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামাল তুলার দাম বেড়েছে, অন্যদিকে দেশের গার্মেন্টসগুলোয় সুতার চাহিদা আগের তুলনায় বেড়েছে। বেড়েছে পণ্যটির বেচাকেনাও। এ দুইয়ের প্রভাবে টানবাজারে বাড়তে শুরু করেছে সুতার দাম।

শুক্রবার টানবাজারে সুতার আড়তগুলো ঘুরে ১০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা মানভেদে ৩৫-৬৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১০ দিন আগেও এ মানের সুতা পাউন্ডপ্রতি ৩৩-৬০ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ, ১০ কাউন্টের সুতার দাম পাউন্ডে সর্বোচ্চ ৫ টাকা বেড়েছে। একইভাবে ২০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা ৫৫-৭৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১০ দিনের ব্যবধানে এ মানের সুতার দাম পাউন্ডে বেড়েছে সর্বোচ্চ ৫ টাকা।

শুক্রবার টানবাজারে ৩০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা ৯৭-১১০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১০ দিন আগেও এ মানের সুতা পাউন্ডপ্রতি ৯৪-১০২ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, ১০ দিনের ব্যবধানে টানবাজারে ৩০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম সর্বোচ্চ ৮ টাকা বেড়েছে। এদিন ৪০ কাউন্টের সুতা পাউন্ডভেদে ১০৮-১১৬ টাকায় বিক্রি হয়েছিল। ১০ দিনের ব্যবধানে এ মানের সুতার দাম সর্বোচ্চ ৪ টাকা বেড়ে পাউন্ডপ্রতি ১১০-১২০ টাকায় উন্নীত হয়েছে।

সানবিডি/এনজে/২:২৫/১১.১৪.২০২০