ফের ব্যাংকের পর্ষদ সভায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-১৪ ১৬:০১:৩৭


ব্যাংকের পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগতদের প্রবেশে ফের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বহিরাগতদেরে প্রবেশের কারণে সভায় আলোচিত গোপনীয় তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকায় করে এ ধরনের অনুপ্রবেশ বন্ধে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সেখানে বলা হয়েছে, কোনো অবস্থায় পর্ষদ সভায় পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব ছাড়া অন্য কোনো বহিরতাগত ব্যক্তি উপস্থিত থাকতে পারবে না।

২০১৩ সালের ডিসেম্বরে পর্ষদ সভায় বিহরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে এমন একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারের নির্দেশনা মনে করিয়ে দিয়ে বৃহষ্পতিবার বাংলাদেশ ব্যাংক আবারও ব্যাংকগুলোকে একই ধরনের সার্কুলার জারি করে।