যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হয়নি মুসলিম পরিবারকে
আপডেট: ২০১৫-১২-২৩ ১৯:০১:৪৮

ব্রিটেনের একটি মুসলিম পরিবারকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়নি মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে ব্রিটেনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, শিশুসহ ১১ সদস্যের ওই মুসলিম পরিবারটি বিমানে ১৫ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসগামী বিমান ধরতে গেলে ব্রিটেনের গেটউইক বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হয়।
কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে ওই পরিবারকে বলা হয়, তাদের ভ্রমণের অনুমতি বাতিল করা হয়েছে। লন্ডনের মার্কিন দূতাবাস ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তবে এই ঘটনায় যুক্তরাজ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদদের অভিযোগ, কোনো কারণ দেখানো ছাড়াই ব্রিটিশ মুসলিমদের যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়ার ঘটনা বাড়ছে।
প্রধানমন্ত্রীর সহযোগীরা বলছেন, ১৫ ডিসেম্বরের ঘটনাটি খতিয়ে দেখবেন ক্যামেরুন।
অবসর কাটানোর উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলেস যেতে চেয়েছিলেন ওই মুসলিম পরিবারের সদস্যরা। সেখানে তাদের স্বজনরা আছেন। ভ্রমণের জন্য তারা অনলাইনে অনুমতিও পেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













