ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজারে অবস্থান করছে বিমা খাতের কোম্পানি। এদিন টপটেন লুজারে উঠে এসেছে বিমা খাতের ৫ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেলে ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ টপটেন লুজারে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৬৭ শতাংশ কমে তালিকার শীর্ষ স্থানে রয়েছে।
ডিএসই তথ্যমতে, এদিন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ লেনদেন ছিল ৫৩ টাকা দরে। দিন শেষে ৩৩ বারে কোম্পানির ৪ হাজার শেয়ার লেনদেন হয়।
লুজারে চতুর্থ অবস্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৬০ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন ছিল ১৫ টাকা দরে। এদিন ১৮ বারে কোম্পানির ১৩ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়।
বিমা খাতের অপর কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ছিল তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ২ টাকা ২ পয়সা বা ৩ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন ছিল ৫৬ টাকা। এদিন ৪০৪ বারে কোম্পানির ১ লাখ ৩৯ হাজার ৫১৮টি শেয়ার লেনদেন হয়।
এছাড়া টপটেন লুজারে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আমান ফিড লিমিটেড।