পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
বুধবার ধানমণ্ডির সোবহানবাগের ডিআইইউ অডিটরিয়ামে ১৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দেয়। ৩০জুন ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খাসন। সভায় আরও উপস্থিত ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের চেয়ারম্যা শাহানা খান, পরিচালক মুহাম্মদ ইমরান হোসাইন, দেলোয়ার হোসাইন চৌধুরী।
কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ১৭ পয়সা।