সদ্য মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘দিলওয়ালে’ ভালো ব্যবসা করছে না বলে শোনা যাচ্ছে। একইদিনে মুক্তি পাওয়া রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’কে অনেকে এর পেছনের কারণ বললেও শাহরুখ মনে করছেন অন্যটা। তার অভিমত অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় ‘দিলওয়ালে’ ভালো ব্যবসা করছে না। তা সত্ত্বেও বলিউড বাদশাহ কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
কিছুদিন আগে ভারতে ‘অসহিষ্ণুতা বাড়ছে’ বলে মন্তব্য করেন শাহরুখ খান। এই বিতর্কিত মন্তব্য করায় জনগণের রোষাণলে পড়েন বলিউড কিং। বলতে গেলে সামাজিক মাধ্যমে তাকে ধুয়ে দেওয়া হয়। আর তারই প্রভাব পড়েছে ‘দিলওয়ালে’ ছবির ব্যবসায়।
কিং খানের ‘ধর্মীয় অসহিষ্ণুতা’র উপর মন্তব্যের জেরে ইতোমধ্যে ভারতের উগ্রপন্থি রাজনৈতিক সংগঠন বজরঙ দলের কর্মীরা আরারিয়া এবং বিহারের পাটনা জেলায় ‘দিলওয়ালে’ প্রদর্শনে বাধা প্রদান করেছে। এছাড়া এ ছবি প্রদর্শিত হতে না দেওয়ার জন্য ঘাজিয়াবাদ, বারানসি, জাবালপুর ও রাজস্থানের বিভিন্ন স্থানে প্রতিবাদ সংঘটিত হয়েছে।
এ নিয়ে গণমাধ্যমের সামনে শাহরুখ খান বলেন, আমি এমনকিছু বলেনি যার জন্য আমার ক্ষমা চাওয়া উচিৎ। আমি আমার চোখের সামনে যা দেখবো তাই বলবো।
সানিবডি/ঢাকা/এসএস