বাংলাদেশ-নেপালের খেলা দেখতে যা জানতে হবে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৬ ১০:০৮:৩২

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করোনার এই সময় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম আয়োজন করছে আন্তর্জাতিক ফুটবল। বাংলাদেশ বনাম নেপালের দ্বিতীয় ম্যাচটি মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পাঁচটায় শুরু হবে।
তবে করোনা-ঝুঁকির মধ্যেও মাঠে বসে খেলা দেখার সুযোগ রাখা হয়েছে দর্শকদের জন্যও। তবে সেটি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে।
আপনারা যারা মাঠে এসে ম্যাচটি উপভোগ করতে চান, করোনা পরিস্থিতিতে তাঁদের জন্য আছে কিছু নির্দেশনা…

প্রথমে ৮ হাজার টিকিট বিক্রির কথা বললেও কমিয়ে সেটিকে করা হয়েছে ৭ হাজার।ম্যাচের আগ পর্যন্ত বাফুফে ভবন ও স্টেডিয়াম কাউন্টারে টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে। টিকিটের মূল্য রাখা হয়েছে ভিআইপি ৫০০ ও গ্যালারি ১০০ টাকা। দর্শকদের জন্য খোলা থাকবে ২,৩,৫,৬,১৩,১৪, ১৮ ও ১৯ নম্বর গেট। স্টেডিয়ামের গেট খোলা হবে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে বেলা সাড়ে তিনটায়।
যারা টিভি পর্দায় খেলাটি দেখতে চান তাঁদের জন্যও আছে ব্যবস্থা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও বাংলাদেশ টেলিভিশন। ম্যাচের ধারাবিবরণী প্রচারিত হবে বাংলাদেশ বেতারে।
সানবিডি/নাজমুল/১০:০৪/১৬.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












