আত্মহত্যা সমাধান নয় বলে মুশফিকের আবেগীয় বার্তা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৬ ১৭:১৩:১৩

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীমকে রাজশাহীর ক্রিকেটার মোহাম্মদ সজীবের (২২) আত্মহত্যার খবর নাড়া দিয়েছে। সজীবের এমন সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মুশফিক।
এ ঘটনার সূত্র ধরে মুশফিক সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ক্রিকেটের বাইরেও সবার একটা জীবন আছে। এছাড়াও মুশফিক জানিয়েছেন, সবার জন্যই নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আল্লাহর, সবাই যেন সেটির ওপরেই আস্থা রাখেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আমরা সবাই ক্রিকেট খেলাটি ভালোবাসি। তবে একটা জিনিস মনে রাখবেন, ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে। আমাদের দেশের প্রতিভাবান খেলোয়াড় মোহাম্মদ সজীবের আত্মহত্যার খবরে আমি অত্যন্ত মর্মাহত।’
‘ঘটনা যাই হোক না কেন, আমি সবাইকে অনুরোধ করব আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয়ার আগে নিজের পরিবার ও ভালোবাসার মানুষদের ব্যাপারে ভাবুন। আত্মহত্যা কখনও সমাধান। আমাদের সবার জন্য আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনায় আমাদের বিশ্বাস রাখতে হবে।’
‘বিদেহী আত্মা ও তার পরিবারের জন্য দোয়া রইল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
সানবিডি/নাজমুল/ ৪:৪৮/১৬.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












