
গ্রাহকদের ব্যবহ্রত মোবাইল ও ইন্টারনেট উন্নয়নের লক্ষ্যে একে একে টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে বিটিআরসি থেকে লাইসেন্স পাওয়া মোবাইল টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের সার্বিক তত্ত্বাবধায়ন ও কমিশনের সুশৃঙ্খল রেগুলেটরি কার্যক্রমের ফলে টাওয়ার নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিটিআরসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতিকালে বাংলালিংক ও সামিট টাওয়ারস লিমিটেড (এসটিএল)-এর চুক্তির ভিত্তিতে নির্মিত প্রথম মোবাইল টাওয়ার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত টাওয়ারটি প্রতিষ্ঠান দুটির চুক্তির আওতায় নির্মিতব্য মোট ২৫৯টি টাওয়ারের মধ্যে একটি।
অপর টাওয়ারের অপারেটর এবি হাইটেক কনসোর্টিয়াম লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মঞ্জুরুল হাসান ইতোমধ্যে কমিশনকে জানিয়েছেন, আগামী তিন মাসে তাদের তিনশ টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি মোবাইল অপারেটর রবির সঙ্গে ১০০ টাওয়ার নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে ৪৮টি টাওয়ার নির্মাণ করে রবিকে বুঝিয়ে দিয়েছেন। বাকি ৫২টির নির্মাণ কার্যক্রম এই মাসেই শেষ করবেন বলে আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বিটিআরসি-এর চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘বিটিআরসি সবসময় নতুন ধরনের নিয়ন্ত্রণ কাঠামোর সম্ভাবনা বিবেচনা করে দেখতে আগ্রহী যাতে টেলিকম অপারেটরগুলো আরও ভালোভাবে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে সক্ষম হয়। টাওয়ারকো নীতিমালা বাস্তবায়ন করে তারা সেবার মান বৃদ্ধি করতে পারবে বলে আমি আশাবাদী।’
সানবিডি/এনজে/৯:৫৩/১১.১৬.২০২০